বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
রংপুরের ঠাকুরপাড়ায় তান্ডব

আত্মসমর্পণের পর আরও পাঁচজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ মালামাল লুট ও তান্ডবের ঘটনায় আরও পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা গতকাল রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠায়।  আসামিরা হলেন- সাবেক ইউপি সদস্য নুর ইসলাম, হানিফ মিয়া, রায়হান, তারিকুজ্জামান, মোজাহারুল ইসলাম। এ নিয়ে ঠাকুরপাড়ার ঘটনায় মোট ৫৫ আসামির জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানো হলো।

আসামি পক্ষের আইনজীবী শফি কামাল ও একরামুল হক জানান, ঠাকুরপাড়ার ঘটনায় গঙ্গাচড়া থানায় দায়ের করা মামলায় পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে ১৮ জানুয়ারি আরও ছয় আসামি আত্মসমর্পণ করেন। তাদেরও জেলহাজতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ নভেম্বর ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হিন্দুপল্লী ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে অর্ধ শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর