বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মানহানির মামলায় জামিন ইনকিলাব সম্পাদকের

আদালত প্রতিবেদক

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের করা মানহানির মামলায় দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ দুজনকে জামিন দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ-উর-রাহমান জামিনের আদেশ দেন। মামলার অপর বিবাদী হলেন, কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আবদুল কাদের। জামিন শুনানিতে আদালতে আইনজীবীরা বলেন, মামলার বাদী শাজাহান খানের মেয়ে ঐশী খান গত বছরের ২৬ জুলাই করোনার নেগেটিভ রিপোর্টের সনদ দেখিয়ে লন্ডনে যাওয়ার জন্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে যান। এ সময় ইমিগ্রেশনের কর্মকর্তারা যাচাই করে দেখতে পান মামলার বাদীর মেয়ের করোনা রিপোর্টের সনদ অনলাইন সার্ভারে পজেটিভ। তখন মেয়েকে জানানো হয় তার দেওয়া করোনা রিপোর্টের সনদ সঠিক নয়। এ খবর দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যম প্রচার ও প্রকাশ করে। কিন্তু শুধু ইনকিলাব পত্রিকার সম্পাদকসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।

 শুনানি শেষে বিচারক জামিনে মুক্তির আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ২৮ জুলাই  দৈনিক ইনকিলাবের সম্পাদকীয় ক্যাপশনে ‘শাজাহান খানের মেয়ের করোনা সনদ জালিয়াতি’ শিরোনামে মানহানিকর বক্তব্য পূর্বপরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে প্রচার ও প্রকাশ করেছে। মামলায় বলা হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার ভুল করে সনদ দেওয়ার কারণে অনাকাক্সিক্ষত ঘটনা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে ঘটে। এ ঘটনায় ভুল স্বীকার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার দুঃখ প্রকাশ করে।    

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর