বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নির্ধারণ করেনি চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’র ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে আগামী ২১, ২২, ২৭, ২৮ মে ও ৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা হবে আগামী ১০ জুন। তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জুন। এ তিন বিশ্ববিদ্যালয় হচ্ছে- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ছয় কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৯ মে : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমল সায়েন্স বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি ধারার ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ জুন, ২৬ জুন এবং ৩ ও ১০ জুলাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ১৮ জুন ও ২০ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ৪ ও ৫ জুন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১৮ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২৭ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোনো তারিখ নির্ধারণ করেনি। এদিকে মেডিকেল কলেজে ২ এপ্রিল এবং ডেন্টালের পরীক্ষা ৩০ এপ্রিল নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

 সম্প্রতি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর