বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে : নূর

নিজস্ব প্রতিবেদক

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, পুলিশকে আজ জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান, জনগণের জন্য কাজ করুন। আমরা আপনাদের জন্য জীবন দেব।’ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজন করা হয় নাগরিক সমাবেশের। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা চলাকালে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিংয়ে পুলিশ তা আটকে দেয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নূর।

তিনি আরও বলেন, ‘আপনারা কি একবার চিন্তা করেছেন, আসলে পুলিশকে সরকার তাদের গোলাম বাহিনী বানিয়েছে!’ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজকের এ পদযাত্রা কর্মসূচি। আমরা কারও সঙ্গে মারামারি করব না। আমরা সেদিনই লড়াই করব, যেদিন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর