মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

ঢাকাবাসীর সেবা করাই লক্ষ্য : তাপস

নিজস্ব প্রতিবেদক

ঢাকাবাসীর সেবা করাই লক্ষ্য : তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব কার্যক্রমই ঢাকাবাসীর সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল সকালে পুরান ঢাকার যোগীনগর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেয়র তাপস বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করছি এবং সেখান থেকে বর্জ্য অপসারণে যে ব্যবস্থাপনা, সেটা নিশ্চিত করছি। আমরা মশক নিয়ন্ত্রণ ও প্রতিটি ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করছি। তিনি বলেন, ১০ মার্চ পর্যন্ত করপোরেশনের ১ নম্বর থেকে ৩৮ নম্বর ওয়ার্ডে এবং বাকি ওয়ার্ডগুলোতে ১১,  ১৩ ও ১৪ মার্চে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হবে।

 প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিটি টিমে একজন চিকিৎসক, একজন প্যারামেডিক্স ও একজন সাহায্যকারী থাকবেন।

 আমরা ওয়াসার কাছ থেকে খালগুলো নিজেদের আওতায় এনে পরিষ্কার করে চলেছি। খাল ও বক্স কালভার্ট হতে ইতিমধ্যে ২ লাখ মেট্রিক টন বর্জ্য-পলি অপসারণ করেছি। ফলে, আজকে খালগুলোতে পানি প্রবাহিত হচ্ছে। আমরা নর্দমা পরিষ্কার করেছি। একইভাবে আমাদের জলাবদ্ধতা নিরসনে অবকাঠামো উন্নয়নের কার্যক্রম দ্রুতগতিতে চলমান রয়েছে। প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণেও নানা উদ্যোগ নিচ্ছি। মেয়র বলেন, একটিই লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করা। সে লক্ষ্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন। তাঁর নেতৃত্বে ১২ বছরের মাথায় আমরা পদ্মা সেতু নির্মাণের সক্ষমতা অর্জন করেছি। বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আজকে আমাদের মাথাপিছু আয় যেমনি বেড়েছে তেমনি সারাবিশ্ব আমাদেরকে মর্যাদার সঙ্গেই দেখছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর