মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রতারণা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রথম শ্রেণি পাস লক্ষ্মীপুরের আবদুল মতিন নিজেকে পরিচয় দেন প্রধানমন্ত্রীর পিএস-১ হিসেবে। এ পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জেলার রামগতি চরগাজী ইউনিয়নের চর আফজাল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার বসতঘর থেকে ৫০ পিস ইয়াবা, ১ লাখ ৩৯ হাজার টাকা মূল্যমানের জালনোট, প্রতারণায় ব্যবহৃত দুটি সিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১০টি ভুয়া প্যাড, দুটি খাম, তার ও তার পিতার বিভিন্ন নামীয় আইডি কার্ড জব্দ করা হয়। গতকাল লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন। তিনি জানান, রামগতির চর আফজাল গ্রামের মৃত আবদুর রবের ছেলে আবদুল মতিন দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর