শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

শেখ হাসিনাই সাংস্কৃতিক কর্মীদের মূল্যায়ন করেন

জামালপুর প্রতিনিধি

শেখ হাসিনাই সাংস্কৃতিক কর্মীদের মূল্যায়ন করেন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, সংস্কৃতিচর্চা-সমৃদ্ধ জামালপুরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২৯ কোটি টাকা ব্যয়ে ‘শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী’ উপহার দিয়েছেন। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সাংস্কৃতিক কর্মীদের মূল্যায়ন করেন। গতকাল

শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, এ সাংস্কৃতিক পল্লীতে থাকছে সংস্কৃতিচর্চার আধুনিক ব্যবস্থা, মিউজিয়াম, হুইল, সিনেপ্লেক্স, ফুডজোন ছাড়াও জেলার সব সাংস্কৃতিক সংগঠনকে একই ছাদের নিচে রাখার ব্যবস্থা। এক কথায় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী হবে জামালপুরে সংস্কৃতিচর্চার কেন্দ্রবিন্দু। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সাংস্কৃতিক কর্মীদের মূল্যায়ন করেন, যা আগে কোনো সরকার করেনি এবং সাংস্কৃতিক কর্মীদের বিপদে তিনিই আর্থিক সহায়তার পাশাপাশি সাহস জুগিয়ে যাচ্ছেন।

জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর