শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অসহায় মানুষের পাশে থাকবে আাওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

অসহায় মানুষের পাশে থাকবে আাওয়ামী লীগ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থাকবে। বিশেষ করে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী, খাদ্য সহায়তা কর্মসূচি আরও বেগবান করবে। শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। গতকাল দুপুরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর পরিচালনায় সভায় উপকমিটির প্রায় সব সদস্য অংশ গ্রহণ করেন। সদস্য সচিব এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাঁর মেধা, দক্ষতা, প্রজ্ঞায় করোনার দ্বিতীয় ঢেউ অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবিলা করার নানাবিধ পন্থা অবলম্বন করছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে নির্দেশনা প্রদান করেছেন। বিশেষ করে করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে সম্ভাব্য সব উপায়ে পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করেছেন। দলীয় সভানেত্রীর নির্দেশ অনুসরণ করে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। অতীতের মতোই আমরা মানুষের পাশে থাকব। তিনি বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সহযোগিতা চান। সবার সহযোগিতায় এই অদৃশ্য শত্রু করোনাকে মোকাবিলা করতে হবে। সম্মিলিতভাবে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। এই প্রাণঘাতী করোনাকে পরাজিত করতেই হবে। সবার সম্মিলিত প্রয়াসে করোনা এক দিন পরাজিত হবে বলে আমরা বিশ্বাস করি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর