আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থাকবে। বিশেষ করে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী, খাদ্য সহায়তা কর্মসূচি আরও বেগবান করবে। শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। গতকাল দুপুরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর পরিচালনায় সভায় উপকমিটির প্রায় সব সদস্য অংশ গ্রহণ করেন। সদস্য সচিব এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাঁর মেধা, দক্ষতা, প্রজ্ঞায় করোনার দ্বিতীয় ঢেউ অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবিলা করার নানাবিধ পন্থা অবলম্বন করছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে নির্দেশনা প্রদান করেছেন। বিশেষ করে করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে সম্ভাব্য সব উপায়ে পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করেছেন। দলীয় সভানেত্রীর নির্দেশ অনুসরণ করে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। অতীতের মতোই আমরা মানুষের পাশে থাকব। তিনি বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সহযোগিতা চান। সবার সহযোগিতায় এই অদৃশ্য শত্রু করোনাকে মোকাবিলা করতে হবে। সম্মিলিতভাবে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। এই প্রাণঘাতী করোনাকে পরাজিত করতেই হবে। সবার সম্মিলিত প্রয়াসে করোনা এক দিন পরাজিত হবে বলে আমরা বিশ্বাস করি।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা