আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থাকবে। বিশেষ করে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী, খাদ্য সহায়তা কর্মসূচি আরও বেগবান করবে। শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। গতকাল দুপুরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর পরিচালনায় সভায় উপকমিটির প্রায় সব সদস্য অংশ গ্রহণ করেন। সদস্য সচিব এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাঁর মেধা, দক্ষতা, প্রজ্ঞায় করোনার দ্বিতীয় ঢেউ অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবিলা করার নানাবিধ পন্থা অবলম্বন করছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে নির্দেশনা প্রদান করেছেন। বিশেষ করে করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে সম্ভাব্য সব উপায়ে পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করেছেন। দলীয় সভানেত্রীর নির্দেশ অনুসরণ করে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। অতীতের মতোই আমরা মানুষের পাশে থাকব। তিনি বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সহযোগিতা চান। সবার সহযোগিতায় এই অদৃশ্য শত্রু করোনাকে মোকাবিলা করতে হবে। সম্মিলিতভাবে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। এই প্রাণঘাতী করোনাকে পরাজিত করতেই হবে। সবার সম্মিলিত প্রয়াসে করোনা এক দিন পরাজিত হবে বলে আমরা বিশ্বাস করি।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
অসহায় মানুষের পাশে থাকবে আাওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর