শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

লকডাউনের সপ্তাহজুড়েই ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

লকডাউনের সপ্তাহজুড়েই ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

লকডাউনের সপ্তাহজুড়েই ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। চলতি সপ্তাহের পাঁচ দিনে ১২৫ পয়েন্ট সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। গতকাল সপ্তাহের শেষদিনে শেয়ার লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসইতে চলতি সপ্তাহের পাঁচ দিনের প্রতিদিনই সূচক বেড়েছে। সপ্তাহের লেনদেন শুরু হয় ৫ হাজার ৩১০ পয়েন্ট দিয়ে। সপ্তাহের শেষ দিনে মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে উঠে এসেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। দাম কমেছে ১৩৫টির। ৭৬টির দাম অপরিবর্তিত রয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৮৮৩ কোটি ২৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭৭৬ কোটি ৬৭ লাখ টাকা।  অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০২টির দাম বেড়েছে। দাম কমেছে ৯৫টির এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর