রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

এনার্জি স্টোরেজের ব্যবস্থাপনা টেকসই করা সময়ের দাবি-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এনার্জি স্টোরেজ (জ্বালানি মজুদ) ব্যবস্থাপনা টেকসই করা সময়ের দাবি। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎচালিত যানবাহনের ব্যবহার যত বাড়বে এনার্জি স্টোরেজের প্রয়োগও তত বাড়বে। প্রতিমন্ত্রী গতকাল এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের উদ্যোগে আয়োজিত ‘স্টোরেজ অ্যাপলিকেশন ইন বাংলাদেশ পাওয়ার সিস্টেম’ শীর্ষক ওয়েবিনারে এই অভিমত প্রকাশ করেন। অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি।

প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির পুরো সুবিধা নিতে হলে এনার্জি স্টোরেজ নিয়ে ভাবার বিকল্প নেই। তাছাড়া অফ পিকে বিদ্যুতের চাহিদা কম থাকে এই সময়ে বিদ্যুৎ স্টোরেজের মাধ্যমে বিদ্যুতের পিক চাহিদাও মেটানো সম্ভব হবে। অর্থনৈতিক এবং অন্যান্য কারিগরি দিক বিবেচনা করে আমাদের দেশের জন্য এনার্জি স্টোরেজের কোন কোন উপায় বেশি কার্যকর হবে আর পরিবেশগত ও কারিগরি চ্যালেঞ্জ কী হতে পারে তা খুঁজে বের করতে হবে। গবেষণার জন্য অর্থায়ন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল হতে সংগ্রহ করা যেতে পারে আর স্রেডা থেকেও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট পাওয়া যেতে পারে।

সর্বশেষ খবর