বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
একনজরে

পিডিবির ভুয়া প্রকৌশলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পিডিবির এক ভুয়া প্রকৌশলীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম নাইমুর রহমান জোয়ার্দার। তিনি নিজেকে নারায়ণগঞ্জের ২২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে পরিচয় দিতেন। গত ২৬ এপ্রিল রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গতকাল জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক।  সিআইডি সূত্র জানায়, নাইমুর ভুয়া প্রকৌশলীর পরিচয় দিয়ে হেলালুল মোজাদ্দেদ নামে এক ব্যক্তিকে প্রকল্পের জন্য প্রাইভেটকার, হায়েস মাইক্রো ভাড়া, এসি, কম্পিউটার, থাই, ফ্যান, ওয়াল ফ্যান, গেট ইত্যাদি সরবরাহের জন্য কার্যাদেশ প্রদান করে। এসব কাজ পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন সময়ে ৫২ লাখ ৪৫ হাজার টাকা নিয়েছে। এরপর নাইমুর ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে হেলালুল তাপ বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে খোঁজ নিয়ে দেখেন নাইমুর রহমান জোয়ার্দার নামে সেখানে কোনো কর্মকর্তা নেই। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলায় নাইমুরের স্ত্রী জান্নাতুল নুর ও ভাই মশিউর রহমানকে আসামি করা হয়েছে।

সর্বশেষ খবর