বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা জামাইবাজার এলাকায় তিন তলা ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে স্ত্রী আলেয়া বেগমের (৪২) মৃত্যুর এক দিন পর স্বামী হাবিবুর রহমানও মারা গেলেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতকাল রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন চারজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মৃতের জামাতা বিপ্লব বলেন, ‘শুক্রবার দুর্ঘটনার পরই বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল দগ্ধদের। গতকাল (মঙ্গলবার) দুপুরে আমার শ্বশুরের শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। কিন্তু রাত ৯টার দিকে তিনি মারা যান। তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।’

উল্লেখ্য, ২৩ এপ্রিল শুক্রবার ভোর ৬টায় তল্লা জামাইবাজার এলাকায় আল আমিনের মালিকানাধীন তিন তলা ভবনের তৃতীয় তলায় এ বিস্ফোরণ ঘটে।

সর্বশেষ খবর