আটকে থাকা সংসদীয় আসনের চার উপনির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন কবে হবে? সেই বিষয়ে আজ সিদ্ধান্ত আসতে পারে নির্বাচন কমিশনের বৈঠকে। আজ বিকালে নির্বাচন কমিশন ভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে আনুষ্ঠানিক বৈঠকে বসছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এর আগে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, ১৯ মে কমিশন সভা রয়েছে। এ সভায় চারটি সংসদীয় আসনের উপনির্বাচন, প্রথম ধাপের ৩৭১ ইউপি নির্বাচন, ১১ পৌরসভার আটকে থাকা ভোটের বিষয়ে সিদ্ধান্ত আসবে। সেই সঙ্গে নির্বাচন উপযোগী আরও কিছু ইউপি যুক্ত হবে এ তালিকায়। এক্ষেত্রে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান অতিরিক্ত সচিব। ইসি জানিয়েছে, লক্ষীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন করতে হবে সামনে। আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে গেল ১১ এপ্রিলের অনুষ্ঠিতব্য সব নির্বাচন স্থগিত করা হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর গেল বছর সংসদীয় আসনের উপনির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে পরবর্তী ৯০ দিনে করে ইসি। মহামারীর এক বছর পার করতেই ফের সংক্রমণ বাড়ায় নতুন করে সিদ্ধান্ত আসে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এপ্রিল থেকে ভোট স্থগিত রাখছে কমিশন। এ অবস্থায় সংসদীয় আসনের উপনির্বাচনগুলো জুলাইয়ে শুরুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইসির কর্মকর্তারা জানান, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে অর্থাৎ লক্ষীপুর-২ আসনের উপনির্বাচন ২৭ এপ্রিলের মধ্যে এবং সিলেট-৩ উপনির্বাচন ৮ জুনের মধ্যে করা সম্ভব হবে না বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরবর্তী ৯০ দিনে এ নির্বাচন করতেই হবে। কুয়েতের আদালতে দন্ডিত সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের লক্ষীপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয় ২৮ জানুয়ারি। ১১ এপ্রিল এ উপনির্বাচন হওয়ার কথা ছিল। করোনার কারণে নির্বাচনটি স্থগিত করা হয়।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আজ, বৈঠকে বসছে ইসি
আটকে আছে চার সংসদীয় আসনের উপনির্বাচন, প্রথম ধাপের ৩৭১ ইউপি ও ১১ পৌরসভা ভোট
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর