আটকে থাকা সংসদীয় আসনের চার উপনির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন কবে হবে? সেই বিষয়ে আজ সিদ্ধান্ত আসতে পারে নির্বাচন কমিশনের বৈঠকে। আজ বিকালে নির্বাচন কমিশন ভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে আনুষ্ঠানিক বৈঠকে বসছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এর আগে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, ১৯ মে কমিশন সভা রয়েছে। এ সভায় চারটি সংসদীয় আসনের উপনির্বাচন, প্রথম ধাপের ৩৭১ ইউপি নির্বাচন, ১১ পৌরসভার আটকে থাকা ভোটের বিষয়ে সিদ্ধান্ত আসবে। সেই সঙ্গে নির্বাচন উপযোগী আরও কিছু ইউপি যুক্ত হবে এ তালিকায়। এক্ষেত্রে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান অতিরিক্ত সচিব। ইসি জানিয়েছে, লক্ষীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন করতে হবে সামনে। আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে গেল ১১ এপ্রিলের অনুষ্ঠিতব্য সব নির্বাচন স্থগিত করা হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর গেল বছর সংসদীয় আসনের উপনির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে পরবর্তী ৯০ দিনে করে ইসি। মহামারীর এক বছর পার করতেই ফের সংক্রমণ বাড়ায় নতুন করে সিদ্ধান্ত আসে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এপ্রিল থেকে ভোট স্থগিত রাখছে কমিশন। এ অবস্থায় সংসদীয় আসনের উপনির্বাচনগুলো জুলাইয়ে শুরুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইসির কর্মকর্তারা জানান, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে অর্থাৎ লক্ষীপুর-২ আসনের উপনির্বাচন ২৭ এপ্রিলের মধ্যে এবং সিলেট-৩ উপনির্বাচন ৮ জুনের মধ্যে করা সম্ভব হবে না বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরবর্তী ৯০ দিনে এ নির্বাচন করতেই হবে। কুয়েতের আদালতে দন্ডিত সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের লক্ষীপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয় ২৮ জানুয়ারি। ১১ এপ্রিল এ উপনির্বাচন হওয়ার কথা ছিল। করোনার কারণে নির্বাচনটি স্থগিত করা হয়।
শিরোনাম
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আজ, বৈঠকে বসছে ইসি
আটকে আছে চার সংসদীয় আসনের উপনির্বাচন, প্রথম ধাপের ৩৭১ ইউপি ও ১১ পৌরসভা ভোট
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর