শিরোনাম
মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

রাবির সাবেক প্রক্টর ও ছাত্রলীগ সভাপতির ব্যাংক হিসাব তলব

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ও সাবেক ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন মুনসহ চারজনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল গত ৩০ মে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে এ বিষয়ে চিঠি দিয়ে এ তথ্য চেয়েছে। যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তারা হলেন- রাবির সাবেক প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, তার স্ত্রী মনিরা ইয়াসমিন, ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন মুন ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। চিঠিতে ওই ব্যক্তিদের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক আমানত, যে কোনো স্থায়ী, চলতি ও ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র বা অন্য যে কোনো ধরনের সঞ্চয় থাকলে পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। অভিযোগ রয়েছে, রাবির সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সহযোগী ছিলেন সাবেক প্রক্টর ও ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।

এর আগে সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান, তার জামাতা, পুত্র, কন্যা ও স্ত্রীসহ পাঁচজনের ব্যাংক হিসাব তলব করে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ব্যাংকের কাছে আমার হিসাব চেয়ে থাকে তাহলে তারা দেবে। কেউ হয়তো শত্রুতা করে এসব করাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর