শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দীর্ঘায়িত হলে জাতি মেধাহীন হয়ে পড়বে : নেজামে ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেছেন, এভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দীর্ঘায়িত হলে জাতি মেধাহীন ও শিক্ষাহীন হয়ে পড়বে। তাই অনতিবিলম্বে দেশে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুন। গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে পার্টির নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মুমিনুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মাওলানা নওফল আহমদ, মাওলানা মাহবুবুর রহমান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাওলানা যোবাইর আহমদ নেজামী, মাওলানা এমদাদ হোসেন সাকী, মাওলানা মিজানুর রহমান, সদস্য প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ।

নেজামে ইসলাম পার্টির সভাপতি বলেন, বাজেট গণমুখী করুন। নির্দোষ আলেম-ওলামাদের বিরুদ্ধে পুলিশি হয়রানি বন্ধ করুন। বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করুন। দেশের বিরাজমান পরিস্থিতিতে ও ইসলামী অঙ্গনের অস্থিরতা দূর করতে উগ্রতা ও উচ্ছৃঙ্খলতা পরিহার করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর