চট্টগ্রামে করোনার প্রথম ঢেউ মারাত্মক আকার ধারণ করে গত বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়ে। তখন দৈনিক সর্বোচ্চ ২০০ পর্যন্ত আক্রান্ত হয়েছিল। গত এপ্রিল মাসের দ্বিতীয় ঢেউয়ের সময়ও দৈনিক সর্বোচ্চ ১৩০ থেকে ১৫০ পর্যন্ত আক্রান্ত হয়। কিন্তু এখন এক দিনে সর্বোচ্চ ২২২ ও ২২৫ জন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। করোনার শুরু থেকে চট্টগ্রামে এটিই সর্বোচ্চ রেকর্ড। চট্টগ্রামে দ্রুত গতিতেই বাড়ছে করোনা সংক্রমণ। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২২ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় দেব বলেন, ‘কার্যত তিনটি কারণেই চট্টগ্রামসহ সারা দেশে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। প্রথমত, ভারতীয় ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়ায়। এখন যেটা ছড়াচ্ছে তার মধ্যে অধিকাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, ঈদুল ফিতরের সময় মানুষ স্বাস্থ্যবিধি না মেনে যাচ্ছেতাই করে যাতায়াত করেছে। ঈদের ২০-২৫ দিন পর থেকে এর প্রভাব শুরু হয়েছে। তৃতীয়ত, মানুষ এখন খুব বেশি বেপরোয়া। কেউই মানছে না স্বাস্থ্যবিধি। বিশেষ করে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন করার কথা থাকলেও তা কোনো ক্ষেত্রেই মানা হচ্ছে না। গণপরিবহন থেকেই এখন ভাইরাস বেশি হারে ছড়াচ্ছে।’ চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এক সপ্তাহ ধরে সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়ছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কী করতে হবে, সে ব্যাপারে আমরা সরকারি নির্দেশনা মতে কাজ করব। প্রয়োজনে লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালনা করা হবে।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা