চট্টগ্রামে করোনার প্রথম ঢেউ মারাত্মক আকার ধারণ করে গত বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়ে। তখন দৈনিক সর্বোচ্চ ২০০ পর্যন্ত আক্রান্ত হয়েছিল। গত এপ্রিল মাসের দ্বিতীয় ঢেউয়ের সময়ও দৈনিক সর্বোচ্চ ১৩০ থেকে ১৫০ পর্যন্ত আক্রান্ত হয়। কিন্তু এখন এক দিনে সর্বোচ্চ ২২২ ও ২২৫ জন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। করোনার শুরু থেকে চট্টগ্রামে এটিই সর্বোচ্চ রেকর্ড। চট্টগ্রামে দ্রুত গতিতেই বাড়ছে করোনা সংক্রমণ। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২২ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় দেব বলেন, ‘কার্যত তিনটি কারণেই চট্টগ্রামসহ সারা দেশে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। প্রথমত, ভারতীয় ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়ায়। এখন যেটা ছড়াচ্ছে তার মধ্যে অধিকাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, ঈদুল ফিতরের সময় মানুষ স্বাস্থ্যবিধি না মেনে যাচ্ছেতাই করে যাতায়াত করেছে। ঈদের ২০-২৫ দিন পর থেকে এর প্রভাব শুরু হয়েছে। তৃতীয়ত, মানুষ এখন খুব বেশি বেপরোয়া। কেউই মানছে না স্বাস্থ্যবিধি। বিশেষ করে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন করার কথা থাকলেও তা কোনো ক্ষেত্রেই মানা হচ্ছে না। গণপরিবহন থেকেই এখন ভাইরাস বেশি হারে ছড়াচ্ছে।’ চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এক সপ্তাহ ধরে সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়ছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কী করতে হবে, সে ব্যাপারে আমরা সরকারি নির্দেশনা মতে কাজ করব। প্রয়োজনে লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালনা করা হবে।
শিরোনাম
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
চট্টগ্রামে দ্রুতগতিতে বাড়ছে করোনা
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর