চট্টগ্রামে করোনার প্রথম ঢেউ মারাত্মক আকার ধারণ করে গত বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়ে। তখন দৈনিক সর্বোচ্চ ২০০ পর্যন্ত আক্রান্ত হয়েছিল। গত এপ্রিল মাসের দ্বিতীয় ঢেউয়ের সময়ও দৈনিক সর্বোচ্চ ১৩০ থেকে ১৫০ পর্যন্ত আক্রান্ত হয়। কিন্তু এখন এক দিনে সর্বোচ্চ ২২২ ও ২২৫ জন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। করোনার শুরু থেকে চট্টগ্রামে এটিই সর্বোচ্চ রেকর্ড। চট্টগ্রামে দ্রুত গতিতেই বাড়ছে করোনা সংক্রমণ। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২২ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় দেব বলেন, ‘কার্যত তিনটি কারণেই চট্টগ্রামসহ সারা দেশে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। প্রথমত, ভারতীয় ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়ায়। এখন যেটা ছড়াচ্ছে তার মধ্যে অধিকাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, ঈদুল ফিতরের সময় মানুষ স্বাস্থ্যবিধি না মেনে যাচ্ছেতাই করে যাতায়াত করেছে। ঈদের ২০-২৫ দিন পর থেকে এর প্রভাব শুরু হয়েছে। তৃতীয়ত, মানুষ এখন খুব বেশি বেপরোয়া। কেউই মানছে না স্বাস্থ্যবিধি। বিশেষ করে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন করার কথা থাকলেও তা কোনো ক্ষেত্রেই মানা হচ্ছে না। গণপরিবহন থেকেই এখন ভাইরাস বেশি হারে ছড়াচ্ছে।’ চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এক সপ্তাহ ধরে সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়ছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কী করতে হবে, সে ব্যাপারে আমরা সরকারি নির্দেশনা মতে কাজ করব। প্রয়োজনে লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালনা করা হবে।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
চট্টগ্রামে দ্রুতগতিতে বাড়ছে করোনা
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর