চট্টগ্রামে করোনার প্রথম ঢেউ মারাত্মক আকার ধারণ করে গত বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়ে। তখন দৈনিক সর্বোচ্চ ২০০ পর্যন্ত আক্রান্ত হয়েছিল। গত এপ্রিল মাসের দ্বিতীয় ঢেউয়ের সময়ও দৈনিক সর্বোচ্চ ১৩০ থেকে ১৫০ পর্যন্ত আক্রান্ত হয়। কিন্তু এখন এক দিনে সর্বোচ্চ ২২২ ও ২২৫ জন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। করোনার শুরু থেকে চট্টগ্রামে এটিই সর্বোচ্চ রেকর্ড। চট্টগ্রামে দ্রুত গতিতেই বাড়ছে করোনা সংক্রমণ। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২২ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় দেব বলেন, ‘কার্যত তিনটি কারণেই চট্টগ্রামসহ সারা দেশে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। প্রথমত, ভারতীয় ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়ায়। এখন যেটা ছড়াচ্ছে তার মধ্যে অধিকাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, ঈদুল ফিতরের সময় মানুষ স্বাস্থ্যবিধি না মেনে যাচ্ছেতাই করে যাতায়াত করেছে। ঈদের ২০-২৫ দিন পর থেকে এর প্রভাব শুরু হয়েছে। তৃতীয়ত, মানুষ এখন খুব বেশি বেপরোয়া। কেউই মানছে না স্বাস্থ্যবিধি। বিশেষ করে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন করার কথা থাকলেও তা কোনো ক্ষেত্রেই মানা হচ্ছে না। গণপরিবহন থেকেই এখন ভাইরাস বেশি হারে ছড়াচ্ছে।’ চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এক সপ্তাহ ধরে সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়ছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কী করতে হবে, সে ব্যাপারে আমরা সরকারি নির্দেশনা মতে কাজ করব। প্রয়োজনে লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালনা করা হবে।
শিরোনাম
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
চট্টগ্রামে দ্রুতগতিতে বাড়ছে করোনা
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর