সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

এভারকেয়ার হাসপাতালের বেসিক লাইফ সাপোর্ট ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

বেসিক লাইফ সাপোর্ট নামক এক নতুন ফার্স্ট রেসপন্ডার প্রশিক্ষণ প্রোগ্রাম নিয়ে এসেছে এভারকেয়ার হসপিটাল। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রাথমিকভাবে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলোতে সুরক্ষা কর্মীদের মতো ফার্স্ট রেসপন্ডারদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে অ্যাম্বুলেন্স ফ্লিট অপারেটর, পুলিশ এবং অন্যান্য ফার্স্ট রেসপন্ডারদেরও এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল রাজধানীর নিকুঞ্জ-১ আবাসিক এলাকা এবং চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এই ক্যাম্পেইনটি শুরু হয়েছে। ক্যাম্পেইনের লক্ষ্য ঢাকার ১০টি এবং চট্টগ্রামের ১০টি এলাকার নিরাপত্তাকর্মীদের প্রথম ব্যাচে প্রশিক্ষণ দেওয়া। বেসিক লাইফ সাপোর্ট এবং জরুরি স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রশিক্ষণের পাশাপাশি এভারকেয়ার প্রাথমিক চিকিৎসার কিটও সরবরাহ করবে।

সর্বশেষ খবর