বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

বরিশালের মেয়রের নামে চাঁদা দাবি ঠিকাদার আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর নামে চাঁদা দাবি এবং অপপ্রচার করে লিফলেট বিতরণের সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বাসা থেকে অপপ্রচারমূলক কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আকবরুজ্জামান। তিনি নগরীর সদর রোডের প্যারারা রোডের বাসিন্দা এবং পেশায় প্রথম শ্রেণির একজন ঠিকাদার। পুলিশ জানায়, মো. আকবরুজ্জামান বেশ কিছুদিন ধরে বিসিসি মেয়রের নামে চাঁদা দাবিীসহ নানা অপপ্রচার চালিয়ে আসছিল। গত মঙ্গলবার গভীর রাতে এ খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার বাসা থেকে মেয়রের বিরুদ্ধের অপপ্রচারমূলক কিছু লিফলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার বিকালে মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া বাদী হয়ে আটক আকবরুজ্জামানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় প্রতারণার একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

আকবরুজ্জামানের স্বজনরা মেয়রের নামে চাঁদা দাবি কিংবা অপপ্রচার চালানোর অভিযোগ অস্বীকার করেন। ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে তাকে হেনস্তা করা হয়েছে বলে দাবি করেন তারা। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর