শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

বিদেশগামী ও ফেরতদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চলবে

নিজস্ব প্রতিবেদক

চলমান সাত দিনের বিধিনিষেধে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে। তবে বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গতকাল বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের জন্য দেশের এয়ারলাইনসগুলোকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। বেবিচক এক বিজ্ঞপ্তিতে বলেছে, বিমান বাংলাদেশ, নভো এয়ার ও ইউএস-বাংলা- এই তিন এয়ারলাইনস কর্তৃপক্ষ বিদেশগামী যাত্রী, যাঁদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট আছে, তাঁদের নিয়ে অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে যাতায়াত করতে পারবেন। এ ক্ষেত্রে যাত্রার সময় বোর্ডিংয়ের আগেই এয়ারলাইনস কর্তৃপক্ষগুলোর কাছে যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট বা প্রমাণপত্র দেখাতে হবে। সরকারি নির্দেশনা এবং আন্তর্জাতিক গন্তব্যগুলোতে যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে বেবিচক অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে উড়োজাহাজ চলাচলের এই অনুমতি দিয়েছে। বিদেশগামীদের জন্য ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে এয়ারলাইনসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর