শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দুই বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ল বেইলি ব্রিজ

নৌ চলাচল বন্ধ আটক ৩

সাভার প্রতিনিধি

দুই বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ল বেইলি ব্রিজ

আমিনবাজারে গতকাল জাহাজের ধাক্কায় বেইলি ব্রিজ ভেঙে পড়ে -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর গাবতলীর আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজার পুরাতন লোহার বেইলি ব্রিজটি পাথর ও সিমেন্ট বোঝাই জাহাজের (বাল্কহেড) ধাক্কায় ভেঙে নদীতে পড়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত চারজন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।

গাবতলী আসার পথে পাথর ও সিমেন্ট বোঝাই দুটি জাহাজ ব্রিজের পিলারে ধাক্কা দিলে ব্রিজটি ভেঙে তুরাগ নদে পড়ে যায়। এতে একটি জাহাজের চালকসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা। জানা গেছে, স্থানীয় বাসিন্দারা বেইলি ব্রিজটি মেরামতের দাবি জানালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কোনোরকম জোড়াতালি দিয়ে এ বেইলি ব্রিজটি সংস্কার করে। প্রত্যক্ষদর্শী নজির আহমেদ বলেন, দুপুরে বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে। এতে জাহাজের চালকসহ অন্যরা আহত হন। পরে আশপাশের মানুষ এসে তাদের উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, স্টিলের তৈরি ব্রিজ ভাঙার শব্দ এতটাই বিকট ছিল যে আশপাশ এলাকা কেঁপে ওঠে। একপর্যায়ে মানুষ এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে। সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওই বেইলি ব্রিজে দুটি বলগেট (বাল্কহেড) সজোরে ধাক্কা দেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় ওই রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিত্যক্ত ব্রিজটি ভেঙে পড়ার পর বিকালে বিআইডব্লিউটিএ সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব নৌযানের মালিক, মাস্টার, চালকসহ নৌ-অপারেটরদের জানানো যাচ্ছে যে, আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজার পুরাতন লোহার বেইলি ব্রিজ নদীতে ভেঙে পড়ায় নৌপথটি নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিরাপদ নৌ-চলাচলের স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজটি নৌপথ থেকে অপসারণ না করা পর্যন্ত নৌ-চলাচল আপাতত বন্ধ থাকবে। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজের স্থানে লাল পতাকা ও লালবাতি স্থাপন করা হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, দুর্ঘটনায় চালকসহ চারজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা সিমেন্ট ও পাথর বোঝাই জাহাজের আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর