নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দেশের শীর্ষ শিল্পপরিবার বসুন্ধরা গ্রুপ। গতকাল কাঞ্চন পৌরসভা, রূপগঞ্জ সদর ইউনিয়ন ও দাউদপুর ইউনিয়নের নিম্ন আয় ও হতদরিদ্র ৬ হাজার পরিবারের মধ্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ খেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, লবণ, আলু, ভোজ্য তেল, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। সকালে কাঞ্চন পৌরসভার ২ হাজার পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক ও ইন্সপায়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম মোগল প্রমুখ। দুপুরে রূপগঞ্জ ইউনিয়নের ২ হাজার পরিবারের খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান সজীব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ। বিকালে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ২ হাজার অসহায় মানুষের মধ্যে এক মাসের খাদ্যসামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, বাংলাদেশ হকার্স লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন কমল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, প্যানেল চেয়ারম্যান আবদুর রাজ্জাক, আয়নাল হোসেন ও মনির হোসেন। খাদ্য সহায়তা নিতে আসা আমেনা বেগম বলেন, ‘করোনার পরের থাইকা টাকা-পয়সার তেমন রুজি নাই। বাড়িতে ভাড়া দিতে পারতাছি না ঠিকমতো, খাব কী? এর মধ্যে এক বেলা খাই তো দুই বেলা না খাইয়া থাকি। তবে বসুন্ধরা গ্রুপ করোনার শুরু থাইকাই আমাগো খাওন দিতাছে। আইজকা আবার দিল, এডি দিয়া এক মাস আপাতত নিশ্চিন্তে থাকতে পারুম।’
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
৬ হাজার পরিবার পেল বসুন্ধরার খাদ্য সহায়তা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর