নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দেশের শীর্ষ শিল্পপরিবার বসুন্ধরা গ্রুপ। গতকাল কাঞ্চন পৌরসভা, রূপগঞ্জ সদর ইউনিয়ন ও দাউদপুর ইউনিয়নের নিম্ন আয় ও হতদরিদ্র ৬ হাজার পরিবারের মধ্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ খেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, লবণ, আলু, ভোজ্য তেল, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। সকালে কাঞ্চন পৌরসভার ২ হাজার পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক ও ইন্সপায়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম মোগল প্রমুখ। দুপুরে রূপগঞ্জ ইউনিয়নের ২ হাজার পরিবারের খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান সজীব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ। বিকালে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ২ হাজার অসহায় মানুষের মধ্যে এক মাসের খাদ্যসামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, বাংলাদেশ হকার্স লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন কমল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, প্যানেল চেয়ারম্যান আবদুর রাজ্জাক, আয়নাল হোসেন ও মনির হোসেন। খাদ্য সহায়তা নিতে আসা আমেনা বেগম বলেন, ‘করোনার পরের থাইকা টাকা-পয়সার তেমন রুজি নাই। বাড়িতে ভাড়া দিতে পারতাছি না ঠিকমতো, খাব কী? এর মধ্যে এক বেলা খাই তো দুই বেলা না খাইয়া থাকি। তবে বসুন্ধরা গ্রুপ করোনার শুরু থাইকাই আমাগো খাওন দিতাছে। আইজকা আবার দিল, এডি দিয়া এক মাস আপাতত নিশ্চিন্তে থাকতে পারুম।’
শিরোনাম
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার