রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দক্ষিণ সুদান শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ১০০ সদস্য

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ সুদান শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ১০০ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদানে (আনমিস) নিয়োজিত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-৭ এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ১০০ সদস্যের একটি দল গতকাল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে -আইএসপিআর

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সাউথ সুদানে (আনমিস) নিয়োজিত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-৭ এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ১০০ সদস্যের একটি দল গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।  আইএসপিআর জানায়, জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানের প্রত্যন্ত এলাকায় নিত্যপ্রয়োজনীয় জ্বালানি, খাদ্যসামগ্রী, ওষুধপত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ এবং আহত সামরিক-অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও জরুরি চিকিৎসা, ডুবুরি সহায়তা দেওয়ার কাজ করছে। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় দুই দশকেরও বেশি সময় নৌবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। দক্ষিণ সুদান ছাড়াও লেবাননের ভূ-মধ্যসাগরে উপমহাদেশের মধ্যে একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ নিয়োজিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর