শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সিলেটে ১ শতাংশের নিচে নামল করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ১ শতাংশের নিচে নামল করোনা শনাক্ত

সিলেটে করোনাভাইরাস সংক্রমণের হার ক্রমেই ছুটছে শূন্যের দিকে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১ শতাংশের নিচে নেমে এসেছে। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮০ শতাংশ; যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় কেউ মারা যাননি। এ তথ্য গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় অফিস থেকে পাওয়া। স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল সকাল ৮টা পর্র্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা আগের মতোই ১ হাজার ১৬৮ আছে। এর আগের ২৪ ঘণ্টায়ও করোনায় কেউ মারা যাননি। এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৭৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হন মাত্র ছয়জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ছয়জনের মধ্যে সিলেট জেলার দুজন ও মৌলভীবাজারের চারজন। বিভাগে এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২ দশমিক ২৯ শতাংশ।

সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৬৮৯। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৬৮৫, সুনামগঞ্জে ৬ হাজার ২৪২, মৌলভীবাজারে ৮ হাজার ১২৩ ও হবিগঞ্জে ৬ হাজার ৬৩৯। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৮১ জন। আর সব মিলিয়ে সুস্থ ৪৮ হাজার ৪৬১ জন। তিনি জানান, বর্তমানে ৪২ জন করোনা আক্রান্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সর্বশেষ খবর