শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিদেশে পালানোর অভিযোগে চাকরিচ্যুত এক সহকারী স্থপতি

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছিলেন স্থাপত্য অধিদফতরের সহকারী স্থপতি পংকজ কান্তি দাশ। এরপর ফেরেননি। তাই ‘পলায়নের’ অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। ১১ অক্টোবর পংকজ কান্তি দাশকে  বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে গণপূর্ত মন্ত্রণালয়।

এতে বলা হয়, পংকজ কান্তি দাশ স্থাপত্য অধিদফতরের সহকারী স্থপতি পদে কর্মরত থাকা অবস্থায় ব্যক্তিগত উদ্যোগে যুক্তরাষ্ট্রে অধ্যয়নের জন্য ২০১৫ সালের ৫ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত দুই বছরের জন্য বিনা বেতনে অসাধারণ ছুটি মঞ্জুর করা হয়। মঞ্জুর করা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি আবারও এক বছরের ছুটি বাড়ানোর আবেদন করেন, যা কর্তৃপক্ষ বিবেচনা করেনি। মঞ্জুরকৃত শিক্ষাছুটির মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি-৩ এর উপবিধি (গ) মোতাবেক ‘ডিজারশন’ বা ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হলেও তিনি এর জবাব দেননি। বিভাগীয় মামলাটি তদন্ত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তারিক হাসানকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনা ‘ডিজারশন’ বা ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত ও বিভাগীয় মামলার সংশ্লিষ্ট কাগজপত্রসহ প্রাসঙ্গিক সব বিষয় পর্যালোচনা করে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী পংকজ কান্তি দাশকে চাকরি থেকে বরখাস্ত করার গুরুদন্ড দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়। একই সঙ্গে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি পংকজ কান্তি দাশকে বরখাস্ত করার গুরুদন্ড দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর