শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সপ্তাহের শেষ দিনে উত্থানে ফিরল শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ দিনে উত্থানে  ফিরল শেয়ারবাজার

সপ্তাহের শেষ দিনের লেনদেনে উত্থানে ফিরেছে শেয়ারবাজার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট। তার আগে চলতি সপ্তাহের চার দিনের লেনদেনে তিন দিনে সূচক কমে ২২৩ পয়েন্ট। এ ছাড়া একটানা সাত কার্যদিবস দরপতন হয় শেয়ারবাজারে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ৩৪৭ পয়েন্ট কমে।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৭৬ পয়েন্টে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১৭৯টির। আর ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩১০ কোটি ৯৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৬৮২ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩৭১ কোটি ৮৮ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে  বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ২৮৫ কোটি ৫৬ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। এক দিনে ১৩ টাকা ৬০ পয়সা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ১৫৬ টাকা। দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ৬৪  কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এনআরবিসি ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৭২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৮১ লাখ টাকা। লেনদেনে অংশ  নেওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দাম বেড়েছে। দাম কমেছে ১৩২টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর