শিরোনাম
সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
গোলটেবিল বৈঠকে বক্তারা

উপাসনালয়ে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করতে হবে

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি কুমিল্লার ঘটনায় দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পেছনে দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি সব ধর্মীয় উপাসনালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, যারা মন্দিরে কোরআন অবমাননা করেছে, হিন্দুদের পূজামন্ডপে আক্রমণ করেছে, মূর্তি ভেঙেছে- সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। সব সম্প্রদায়ের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে ‘একেকবার একেক ধরনের পদক্ষেপ’ গ্রহণ করছে।

একবার করা হলো হেফাজত নিয়ে, একবার মূর্তি ও ভাস্কর্য নিয়ে, এখন করা হচ্ছে কোরআন অবমাননা নিয়ে। পবিত্র কোরআনকে আল্লাহতায়ালা অধিক সম্মান দিয়েছেন, সেই কোরআন জামায়াত-বিএনপির লোকজন শিবির-ছাত্রদলের ছেলেদের দিয়ে পূজামন্ডপে রেখে এসে তার অবমাননা করেছে। মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মো. ওমর ফারুক, কাজী মাওলানা আবদুল কাইয়ুম, হাফেজ কারী মাওলানা আবদুল মান্নান, মাওলানা মো. তাহেরুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর