সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বেশির ভাগ শেয়ারের দরপতন, কমেছে সূচক

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫০ পয়েন্টের বেশি। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচকও কমেছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৫৬ পয়েন্টে। ডিএসইতে এক হাজার ১৪৫ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৭ কোটি ১৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকার। ডিএসইতে ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর  বেড়েছে মাত্র ৪৯টির, কমেছে ৩০৩টির এবং ২৫টি কোম্পানির  শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। দিনশেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বেড়ে ১৭৩ টাকা ৯০ পয়সা হয়েছে। লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল এনআরবিসি ব্যাংক এবং তৃতীয় অবস্থানে ছিল আলিফ ম্যানুফেকচারিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৭১.৭১ পয়েন্টে। সিএসইতে ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দর বেড়েছে, কমেছে ২০৪টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট  লেনদেন হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর