তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিতের হিড়িক দেখা গেছে। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জোর করে স্বাক্ষর নিয়ে অনেক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে। ২৮ নভেম্বর এ ধাপের ১ হাজার ৩ ইউপিতে ভোট। এ ধাপে মোট ৫৬৯ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এ ধাপে চূড়ান্ত প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে ৪ হাজার ৫০৯, সংরক্ষিত সদস্য ১১ হাজার ২৩৭ ও সাধারণ সদস্য ৩৪ হাজার ৯৬৯ জন। এর মধ্যে চেয়ারম্যান বিনা ভোটে হয়েছেন ১০০, সংরক্ষিত সদস্য ১৩২ আর সাধারণ সদস্য ৩৩৭ জন। এর আগে দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্ধন্ধিতায় চেয়ারম্যান পদে ৮১, সংরক্ষিত সদস্য ৭৬ আর সাধারণ সদস্য ২০৩ জন নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২৮ নভেম্বর অনুুষ্ঠেয় ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়জন চেয়ারম্যানসহ ৮৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদিকে মনাকষা ইউনিয়নে আওয়ামী লীগের মির্জা শাহদাত হোসেন খুররম ও নয়ালাভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের মোস্তাকুল ইসলাম পিন্টু বিনা প্রতিদ্ধন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম রাব্বানীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য জোর করে গাড়িতে তুলে নিয়ে অস্ত্রের মুখে মনোনয়নপত্র প্রত্যাহার ফরমে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। তৃতীয় ধাপে গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। বুধবার বিকালে উপজেলার জামনগর পুলিশ ফাঁড়ির পাশে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবদুস ছত্তার মোল্লার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। সাজার তথ্য গোপন করায় শুনানি শেষে বুধবার রাত ৯টায় তার প্রার্থিতা বাতিলের রায় ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম। লক্ষীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী শাহেলা শারমীন ও এ কে এম বদরুল আলম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল বিকাল ৫টা পর্যন্ত এ দুই প্রার্থী ও কাউন্সিলর পদে ১১ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মোজাম্মেল হায়দার মাসুম, ইসলামী আন্দোলনের মাওলানা জহির উদ্দিন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মোহাম্মদ আবদুর রহিম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকির আল মামুন লড়ছেন। এদিকে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন একই তারিখে জেলার রায়পুর ও রামগঞ্জের ২০ ইউপিতে ভোট হবে। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত রায়পুরের ১০ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১৯, সংরক্ষিত মহিলা সদস্য ১০ ও সাধারণ সদস্য ৬৮ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। তিন ইউপিতে প্রতিদ্ধন্ধী না থাকায় চরমোহনায় আওয়ামী লীগের সফিক পাঠান, রায়পুরে সফিউল আজম চৌধুরী সুমন ও উত্তর চরবংশী ইউপিতে আবুল হোসেন মাস্টার নির্বাচিত হতে যাচ্ছেন। সব মিলে লক্ষীপুরে ইউপি নির্বাচনে তিন চেয়ারম্যানসহ ১৭ জন বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে দুটিতে একক প্রার্থী হিসেব বিজয়ের পথে রয়েছেন আওয়ামী লীগের দুজন। তারা হলেন পাঠাননগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী ও শুভপুর ইউনিয়নে যুবলীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু।
শিরোনাম
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
ভোট ছাড়াই ৫৬৯ জনপ্রতিনিধি
ইউপির তৃতীয় ধাপে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত ১০০ চেয়ারম্যান ১৩২ সংরক্ষিত ৩৩৭ সাধারণ সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর