বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

দুলুসহ বিএনপির ১১৬ নেতা-কর্মীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক

নাটোরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দলটির ১১৬ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ২২ নভেম্বর নাটোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় ৫ শতাধিক ব্যক্তির নামে মামলা করে পুলিশ। মামলার নয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর ৪ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় পুলিশ বলেছে- ২২ নভেম্বর সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলটির কর্মীদের হামলায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর