রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
আলেম পীর মাশায়েখ জোটের দাবি

ন্যায়নিষ্ঠ প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করতে হবে সরকারকেই

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ওলামা পীর মাশায়েখ মহাজোট  আয়োজিত সমাবেশে বক্তারা রাজারবাগ দরবার শরিফকে ন্যায়নিষ্ঠ প্রতিষ্ঠান বলে অভিহিত করে বলেন, জঙ্গিদের কাজের পদ্ধতি ও চিন্তা-ভাবনার সঙ্গে রাজারবাগ শরিফের কাজের পদ্ধতি ও চিন্তাভাবনায় রয়েছে বিস্তর ফারাক। এই দরবার জঙ্গিবাদের বিরুদ্ধে আপসহীন ভূমিকা পালন করে চলেছে। তাই জঙ্গিবাদের সমর্থকরা ক্রুদ্ধ হয়ে কুৎসাচার করছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে জোটের নেতারা আরও বলেন, ন্যায়নিষ্ঠ ও শান্তির সাধক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে সরকারকেই। এ জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, জামায়াত-জঙ্গিবাদের বিরুদ্ধে গত ৫০ বছর ধরে নিরলসভাবে কাজ করছে রাজারবাগ শরিফ। আর এজন্য রাজারবাগ শরিফকে যথাযথ মূল্যায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার           হস্তক্ষেপ কামনাও করেন তারা। আল্লামা শোয়াইব আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী, মুহম্মদ মহিউদ্দিন সালেহী, মুহম্মদ আবদুস সালাম, ফকির মোসলেহউদ্দিন, মাওলানা ক্বারী কাজী মাসউদুর রহমান, হাফেজ মাওলানা আ. সাত্তার প্রমুখ।

জোট নেতারা বলেন, ইসলামী আইনের প্রয়োজনীয়তা অনুভব করলে রাজারবাগ শরিফ সংবিধান অনুযায়ী আইনের পরিবর্তন বা পরিশোধন চায়। পাশাপাশি কেউ ধর্মবিরোধী কোনো অপরাধ করলে প্রচলিত আইন অনুযায়ী রাজারবাগ শরিফ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর