শিরোনাম
মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

নিউইয়র্কে ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডের জমকালো আসর

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

উত্তর আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসরে প্রবাসীদের তুমুল করতালির মধ্যে ‘আজীবন সম্মাননা’ অ্যাওয়ার্ড প্রদান করা হয় উপমহাদেশের জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমীন এবং ‘সেরা অভিনেতা’র অ্যাওয়ার্ড প্রদান করা হয় সাকিব খানকে। ‘সেরা অভিনেত্রী’ হয়েছেন বিদ্যা সিনহা মিম। আর পপুলার চয়েজের সেরা নায়িকা বুবলি এবং সেরা নায়ক হয়েছেন বাপ্পি চৌধুরী। শো টাইমস মিউজিকের এ জমকালো আয়োজনে কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয় নাচ আর গানের ফাঁকে। তারা হলেন সেরা গায়ক-ইমরান, সেরা গায়িকা-কণা, পপুলার সেরা গায়িকা-কোনাল, সেরা ব্যান্ড-নগর বাউল জেমস, সেরা টিভি অভিনেতা-আনিসুর রহমান মিলন, পপুলার চয়েজ সেরা টিভি অভিনেতা-নিশো, সেরা টিভি অভিনেত্রী-মেহজাবিন, পপুলার টিভি অভিনেত্রী ফারিয়া শাহরিন, সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) আজমেরী হক বাঁধন, ঢালিউডের স্পেশাল অ্যাওয়ার্ড-আমান রেজা, নাদিম সাদিয়া, সেরা নিউজ প্রেজেন্টার-সিফাত আরা তাবাসসুম ও তাসনুভা অনন। উত্তর আমেরিকায় জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে ঢালিউড অ্যাওয়ার্ড পেয়েছেন কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, চন্দন চৌধুরী, তৃণা হাসান, প্রিয়া ইসলাম। এ ছাড়া কণ্ঠশিল্পী মোজাকে স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। তরুণ পরিচালক দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় গত ৪ ডিসেম্বর  সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় অ্যামাজুরা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, আগের মতো এ অনুষ্ঠানেরও অন্যতম মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিন, আই-গ্লোবাল ইউনিভার্সিটি, চ্যানেল আই, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর