করোনায় আক্রান্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমা রাজধানীর ডেমরায় উলামা নগর মাদরাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, শায়খুল হাদিস আল্লামা মোকলেসুর রহমান কাশেমী উপস্থিত ছিলেন। এছাড়া রায়েরবাগ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মীর আবদুস সবুর আসুদ। উপস্থিত ছিলেন মনিরুল হক ভূইয়া, নাহিদা সুলতানা, মো. ইউসুফ প্রমুখ।