শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

২৭ দিন পর চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল খুলনার রূপসা থানা পুলিশ উদ্ধারের পর ফেরত পেয়েছেন এর মালিক শাকিল গাজী। চুরির ২৭ দিন পর বৃহস্পতিবার পালসার মোটরসাইকেলটি ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এসিআই লিমিটেডের বরিশালের বিক্রয়কর্মী শাকিল গাজী। শাকিল গাজী বলেন, ‘এটা অবিশ্বাস্য। এ গাড়ি ফেরত পাব কখনো ভাবিনি। সৃষ্টিকর্তা আমার প্রতি সহায় হয়েছেন। আমি রূপসা থানা পুলিশের কাছে কৃতজ্ঞ।’ তিনি বলেন, ২৩ ডিসেম্বর রাতে নগরীর ধোপাবাড়ি এলাকার আল হেরা নিবাসের ভাড়া বাসার প্রধান ফটক এবং গ্যারেজের তালা ভেঙে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। পরদিন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। ১৯ জানুয়ারি খবর পান রূপসা থানা পুলিশ তার মোটরসাইকেলটি আটক করেছে। পরে জানতে পারেন ১৬ জানুয়ারি রাতে রূপসা থানার টহল পুলিশের এএসআই খন্দকার হুমায়ুন সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ওই মোটরসাইকেলসহ দুই যুবকের গতিরোধ করেন। তারা কাগজ আনার কথা বলে সটকে পড়ে। মোটরসাইকেলের গায়ে লাগানো টিভিএস মোটরসাইকেলের বরিশাল শোরুমের স্টিকারের নম্বরে ফোন দেন রূপসা থানার এএসআই হুমায়ুন। সেই সূত্র ধরে বরিশাল কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার মোটরসাইকেলটি ফেরত পান শাকিল গাজী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর