শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বরিশালে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মহানগর ছাত্রফ্রন্টের আয়োজনে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা ছাত্রফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকত, সুজন আহমেদ, সাইফুল ইসলাম, বিজন সিকদার ও লামিয়া সায়মন প্রমুখ। সমাবেশে বক্তারা শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিনের অপসারণসহ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানান এবং একই সঙ্গে এ ঘটনার বিচার দাবি করেন। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফকিরবাড়ী রোড বাসদ কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।