বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বাকশাল দিবস নিয়ে দুই দিনের কর্মসূচি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছর ২৫ জানুয়ারি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করলেও চলতি বছর থেকে এটিকে ‘বাকশাল’ দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আজ ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভার আয়োজন করবে দলটি। সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩০ জানুয়ারি বিকালে ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করেছে বিএনপির ‘জাতীয় স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি’। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গত বছর থেকে প্রথম ঐতিহাসিক ৭ মার্চ দিবস এবং তার আগে ২ মার্চ ‘জাতীয় পতাকা উত্তোলন দিবস’ পালন করে বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন’ জাতীয় কমিটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর