খুলনায় অভ্যন্তরীণ বিরোধ নিরসনে কৌশলী অবস্থান নিয়েছে নগর বিএনপির আহ্বায়ক কমিটি। ১২ মার্চ আহ্বায়ক কমিটির প্রথম সভায় তারা ঐক্যবদ্ধভাবে নগর বিএনপি পরিচালনার শপথ নেন। বিভিন্ন কারণে যারা কর্মসূচিতে অংশ নিচ্ছেন না সক্রিয় হলে তাদের সম্মেলনের মাধ্যমে পদপদবি দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে, একইদিন নগরীর খালিশপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের নামে আলাদা কর্মসূচি পালন করেন মহানগরের পাঁচ থানা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা। তারা দলের বিদায়ী নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সমর্থক বলে পরিচিতি। যে কোনো অবস্থায় পুরনো ত্যাগী নেতারা ঐক্যবদ্ধ থাকার বিষয়ে ঘোষণা দিয়েছেন। জানা যায়, খুলনা বিএনপিতে নেতৃত্বে বিভেদ পুরনো। সর্বশেষ ২০২১ সালের ৯ ডিসেম্বর মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ কমিটির শীর্ষ সব নেতাদের বাদ দিয়ে নগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপরই খুলনা নগর বিএনপিতে বিভক্তি চরমে পৌঁছে। নগর ও থানা কমিটি নেতাদের একটি বড় অংশ পদত্যাগ করে রাজনীতিতে নিষ্ক্রিয় রয়েছেন। তবে দায়িত্ব পাওয়ার পরই মাঠে নেমেছেন আহ্বায়ক কমিটির নেতারা। নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম সভায় নগরীর ওয়ার্ড ও থানা পর্যায়ে কমিটি গঠন করার বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল থেকে দল ঢেলে সাজানো হবে। তিনি বলেন, বিরোধ নিরসনে ঐক্যের ডাক দেওয়া হয়েছে। তারা (মঞ্জু সমর্থকরা) যদি এসে একসঙ্গে কাজ করতে চান তবে তাদের স্বাগত জানানো হবে। আহ্বায়ক কমিটির মেয়াদ তিন থেকে চার মাস। ইতোমধ্যেই সম্মেলন করে কাউন্সিলের মাধ্যমে বিগত কমিটিতে যারা ছিলেন তারাও নির্বাচিত হলে পদে রাখা হবে। এ ধরনের কোনো প্রস্তাবনা সরাসরি পাননি বলে জানালেন সাবেক নগর কমিটির সিনিয়র নেতারা। বিলুপ্ত নগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ তারিকুল ইসলাম জানান, ‘আমরা এখনো আমাদের দাবিতে অটল। নগর বিএনপিতে যারা দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি তারা অবশ্যই সময়ের পরীক্ষায় উপযুক্ত। তাদের বাদ দিয়ে কম যোগ্যতার লোকদের দায়িত্ব দিয়ে বিভক্তি তৈরি করা হয়েছে।’ বিলুপ্ত সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান মুরাদ বলেন, আহ্বায়ক কমিটির কোনো প্রস্তাবনা আমাদের দেওয়া হয়নি। আমরা ত্যাগী নেতারা এখনো আগের মতোই একত্রিত আছি। তিনি বলেন, খালিশপুরে আলাদা কর্মসূচি নয়, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং নজরুল ইসলাম মঞ্জুসহ সিনিয়র নেতাদের শারীরিক সুস্থতা কামনায় আমরা দোয়া মাহফিল করেছি। সেখানেও অসংখ্য ত্যাগী নেতা-কর্মী ভিড় করেছেন।
শিরোনাম
- আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির মতবিনিময় আজ
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
বিরোধ নিরসনে কৌশলী খুলনা বিএনপি
পূর্ণাঙ্গ নগর কমিটিতে পদ-পদবির প্রস্তাব, সাড়া দেয়নি মঞ্জু সমর্থকরা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর