খুলনায় অভ্যন্তরীণ বিরোধ নিরসনে কৌশলী অবস্থান নিয়েছে নগর বিএনপির আহ্বায়ক কমিটি। ১২ মার্চ আহ্বায়ক কমিটির প্রথম সভায় তারা ঐক্যবদ্ধভাবে নগর বিএনপি পরিচালনার শপথ নেন। বিভিন্ন কারণে যারা কর্মসূচিতে অংশ নিচ্ছেন না সক্রিয় হলে তাদের সম্মেলনের মাধ্যমে পদপদবি দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে, একইদিন নগরীর খালিশপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের নামে আলাদা কর্মসূচি পালন করেন মহানগরের পাঁচ থানা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা। তারা দলের বিদায়ী নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সমর্থক বলে পরিচিতি। যে কোনো অবস্থায় পুরনো ত্যাগী নেতারা ঐক্যবদ্ধ থাকার বিষয়ে ঘোষণা দিয়েছেন। জানা যায়, খুলনা বিএনপিতে নেতৃত্বে বিভেদ পুরনো। সর্বশেষ ২০২১ সালের ৯ ডিসেম্বর মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ কমিটির শীর্ষ সব নেতাদের বাদ দিয়ে নগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপরই খুলনা নগর বিএনপিতে বিভক্তি চরমে পৌঁছে। নগর ও থানা কমিটি নেতাদের একটি বড় অংশ পদত্যাগ করে রাজনীতিতে নিষ্ক্রিয় রয়েছেন। তবে দায়িত্ব পাওয়ার পরই মাঠে নেমেছেন আহ্বায়ক কমিটির নেতারা। নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম সভায় নগরীর ওয়ার্ড ও থানা পর্যায়ে কমিটি গঠন করার বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল থেকে দল ঢেলে সাজানো হবে। তিনি বলেন, বিরোধ নিরসনে ঐক্যের ডাক দেওয়া হয়েছে। তারা (মঞ্জু সমর্থকরা) যদি এসে একসঙ্গে কাজ করতে চান তবে তাদের স্বাগত জানানো হবে। আহ্বায়ক কমিটির মেয়াদ তিন থেকে চার মাস। ইতোমধ্যেই সম্মেলন করে কাউন্সিলের মাধ্যমে বিগত কমিটিতে যারা ছিলেন তারাও নির্বাচিত হলে পদে রাখা হবে। এ ধরনের কোনো প্রস্তাবনা সরাসরি পাননি বলে জানালেন সাবেক নগর কমিটির সিনিয়র নেতারা। বিলুপ্ত নগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ তারিকুল ইসলাম জানান, ‘আমরা এখনো আমাদের দাবিতে অটল। নগর বিএনপিতে যারা দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি তারা অবশ্যই সময়ের পরীক্ষায় উপযুক্ত। তাদের বাদ দিয়ে কম যোগ্যতার লোকদের দায়িত্ব দিয়ে বিভক্তি তৈরি করা হয়েছে।’ বিলুপ্ত সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান মুরাদ বলেন, আহ্বায়ক কমিটির কোনো প্রস্তাবনা আমাদের দেওয়া হয়নি। আমরা ত্যাগী নেতারা এখনো আগের মতোই একত্রিত আছি। তিনি বলেন, খালিশপুরে আলাদা কর্মসূচি নয়, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং নজরুল ইসলাম মঞ্জুসহ সিনিয়র নেতাদের শারীরিক সুস্থতা কামনায় আমরা দোয়া মাহফিল করেছি। সেখানেও অসংখ্য ত্যাগী নেতা-কর্মী ভিড় করেছেন।
শিরোনাম
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
বিরোধ নিরসনে কৌশলী খুলনা বিএনপি
পূর্ণাঙ্গ নগর কমিটিতে পদ-পদবির প্রস্তাব, সাড়া দেয়নি মঞ্জু সমর্থকরা
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর