রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংসুুকে আটকের পর মধ্যরাতে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল সকালে তেঁতুলতলা মাঠ থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় রত্না ফেসবুকে মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে লাইভ করছিলেন। তাদের গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় ওঠে। এর আগে মাঠে অর্ধশতাধিক পুলিশ মোতায়েন করে সেখানে অবকাঠামো নির্মাণ শুরু হয়। সেখানে কলাবাগান থানা ভবন নির্মাণ হওয়ার কথা রয়েছে। তবে থানা ভবন নির্মাণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আন্দোলন করছেন। পুলিশ বলছে, সরকারি নির্মাণ কাজে বাধা ও ঠিকাদারকে ধাক্কা দেওয়ার অভিযোগে রত্না ও তার ছেলেকে আটক করা হয়। এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, মাঠে গিয়ে তিনি (সৈয়দা রত্না) মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন। এ জন্য পুলিশ তাকে ও তার ছেলেকে আটক করে। কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরজমিনে দেখা গেছে, মাঠটির চারদিকে কয়েকটি রেইনট্রি ও মেহগনি গাছ, একপাশে আবর্জনার ভাগাড়। এ ছাড়া মাঠের এক কোণায় স্থানীয়দের লাশ গোসল করানোর ঘর রয়েছে। জায়গাটি খোলা হওয়ায় সেখানে শিশুরা সুযোগ পেলেই খেলায় মেতে ওঠে। এটিই ঢাকার কলাবাগানের তেঁতুলতলা মাঠ নামে পরিচিত। তবে প্রস্তাবিত কলাবাগান থানা ভবন হওয়ায় এটি এভাবে ব্যবহারের সুযোগ থাকছে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, এটি সিটি করপোরেশনের তালিকাভুক্ত কোনো মাঠ নয়। ২০২০ সালের ২৪ আগস্ট ঢাকা জেলা প্রশাসনের এক নোটিসে বলা হয়, ডিএমপির কলাবাগান থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য এই সম্পত্তি সরকার কর্তৃক অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। জেলা প্রশাসনের ওই নোটিসে এই জমিকে পতিত জমি হিসেবে উল্লেখ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে মাঠটিতে কাঁটাতারের বেড়া দেয় পুলিশ। এর পরও শিশু-কিশোররা খেলাধুলা করত। মাঠ দখলের পর মাঠে খেলতে চাওয়ায় কয়েকজন শিশুকে কান ধরে ওঠবস করায় পুলিশ। পরে এ ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। রত্নার মুক্তির দাবিতে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ : এদিকে শিশুদের খেলার মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদকারী সৈয়দা রত্নার মুক্তির দাবিতে ঢাকার কলাবাগান থানার সামনে বিক্ষোভ হয়েছে। স্থানীয় বাসিন্দা, মানবাধিকার কর্মী ও উদীচী নেতা-কর্মীরা রাতে এই বিক্ষোভ করেন। রাত ১১টার সময়ও থানার সামনে তাদের বিক্ষোভ চলছিল।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
কলাবাগানে মাঠ রক্ষার আন্দোলনে মা ছেলে গ্রেফতার, মধ্যরাতে মুক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর