রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংসুুকে আটকের পর মধ্যরাতে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল সকালে তেঁতুলতলা মাঠ থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় রত্না ফেসবুকে মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে লাইভ করছিলেন। তাদের গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় ওঠে। এর আগে মাঠে অর্ধশতাধিক পুলিশ মোতায়েন করে সেখানে অবকাঠামো নির্মাণ শুরু হয়। সেখানে কলাবাগান থানা ভবন নির্মাণ হওয়ার কথা রয়েছে। তবে থানা ভবন নির্মাণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আন্দোলন করছেন। পুলিশ বলছে, সরকারি নির্মাণ কাজে বাধা ও ঠিকাদারকে ধাক্কা দেওয়ার অভিযোগে রত্না ও তার ছেলেকে আটক করা হয়। এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, মাঠে গিয়ে তিনি (সৈয়দা রত্না) মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন। এ জন্য পুলিশ তাকে ও তার ছেলেকে আটক করে। কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরজমিনে দেখা গেছে, মাঠটির চারদিকে কয়েকটি রেইনট্রি ও মেহগনি গাছ, একপাশে আবর্জনার ভাগাড়। এ ছাড়া মাঠের এক কোণায় স্থানীয়দের লাশ গোসল করানোর ঘর রয়েছে। জায়গাটি খোলা হওয়ায় সেখানে শিশুরা সুযোগ পেলেই খেলায় মেতে ওঠে। এটিই ঢাকার কলাবাগানের তেঁতুলতলা মাঠ নামে পরিচিত। তবে প্রস্তাবিত কলাবাগান থানা ভবন হওয়ায় এটি এভাবে ব্যবহারের সুযোগ থাকছে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, এটি সিটি করপোরেশনের তালিকাভুক্ত কোনো মাঠ নয়। ২০২০ সালের ২৪ আগস্ট ঢাকা জেলা প্রশাসনের এক নোটিসে বলা হয়, ডিএমপির কলাবাগান থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য এই সম্পত্তি সরকার কর্তৃক অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। জেলা প্রশাসনের ওই নোটিসে এই জমিকে পতিত জমি হিসেবে উল্লেখ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে মাঠটিতে কাঁটাতারের বেড়া দেয় পুলিশ। এর পরও শিশু-কিশোররা খেলাধুলা করত। মাঠ দখলের পর মাঠে খেলতে চাওয়ায় কয়েকজন শিশুকে কান ধরে ওঠবস করায় পুলিশ। পরে এ ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। রত্নার মুক্তির দাবিতে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ : এদিকে শিশুদের খেলার মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদকারী সৈয়দা রত্নার মুক্তির দাবিতে ঢাকার কলাবাগান থানার সামনে বিক্ষোভ হয়েছে। স্থানীয় বাসিন্দা, মানবাধিকার কর্মী ও উদীচী নেতা-কর্মীরা রাতে এই বিক্ষোভ করেন। রাত ১১টার সময়ও থানার সামনে তাদের বিক্ষোভ চলছিল।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে