রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংসুুকে আটকের পর মধ্যরাতে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল সকালে তেঁতুলতলা মাঠ থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় রত্না ফেসবুকে মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে লাইভ করছিলেন। তাদের গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় ওঠে। এর আগে মাঠে অর্ধশতাধিক পুলিশ মোতায়েন করে সেখানে অবকাঠামো নির্মাণ শুরু হয়। সেখানে কলাবাগান থানা ভবন নির্মাণ হওয়ার কথা রয়েছে। তবে থানা ভবন নির্মাণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আন্দোলন করছেন। পুলিশ বলছে, সরকারি নির্মাণ কাজে বাধা ও ঠিকাদারকে ধাক্কা দেওয়ার অভিযোগে রত্না ও তার ছেলেকে আটক করা হয়। এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, মাঠে গিয়ে তিনি (সৈয়দা রত্না) মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন। এ জন্য পুলিশ তাকে ও তার ছেলেকে আটক করে। কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরজমিনে দেখা গেছে, মাঠটির চারদিকে কয়েকটি রেইনট্রি ও মেহগনি গাছ, একপাশে আবর্জনার ভাগাড়। এ ছাড়া মাঠের এক কোণায় স্থানীয়দের লাশ গোসল করানোর ঘর রয়েছে। জায়গাটি খোলা হওয়ায় সেখানে শিশুরা সুযোগ পেলেই খেলায় মেতে ওঠে। এটিই ঢাকার কলাবাগানের তেঁতুলতলা মাঠ নামে পরিচিত। তবে প্রস্তাবিত কলাবাগান থানা ভবন হওয়ায় এটি এভাবে ব্যবহারের সুযোগ থাকছে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, এটি সিটি করপোরেশনের তালিকাভুক্ত কোনো মাঠ নয়। ২০২০ সালের ২৪ আগস্ট ঢাকা জেলা প্রশাসনের এক নোটিসে বলা হয়, ডিএমপির কলাবাগান থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য এই সম্পত্তি সরকার কর্তৃক অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। জেলা প্রশাসনের ওই নোটিসে এই জমিকে পতিত জমি হিসেবে উল্লেখ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে মাঠটিতে কাঁটাতারের বেড়া দেয় পুলিশ। এর পরও শিশু-কিশোররা খেলাধুলা করত। মাঠ দখলের পর মাঠে খেলতে চাওয়ায় কয়েকজন শিশুকে কান ধরে ওঠবস করায় পুলিশ। পরে এ ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। রত্নার মুক্তির দাবিতে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ : এদিকে শিশুদের খেলার মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদকারী সৈয়দা রত্নার মুক্তির দাবিতে ঢাকার কলাবাগান থানার সামনে বিক্ষোভ হয়েছে। স্থানীয় বাসিন্দা, মানবাধিকার কর্মী ও উদীচী নেতা-কর্মীরা রাতে এই বিক্ষোভ করেন। রাত ১১টার সময়ও থানার সামনে তাদের বিক্ষোভ চলছিল।
শিরোনাম
- চাকসু নির্বাচন: ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্রশিবিরের জয়
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
কলাবাগানে মাঠ রক্ষার আন্দোলনে মা ছেলে গ্রেফতার, মধ্যরাতে মুক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর