রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

৯৯ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সিলেটে বন্যা

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা। আর এই বন্যায় কিছু জায়গায় সাবস্টেশনের যন্ত্রপাতি পানিতে তলিয়ে গিয়েছিল। আবার কিছু জায়গায় বাসা-বাড়ির মিটার ডুবে গিয়েছিল। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সিলেট নগরীর ভিতরের কয়েকটি এলাকায় ও বাইরের বিভিন্ন এলাকায় বন্ধ করা     হয়েছিল বিদ্যুৎ সংযোগ। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের কর্মকর্তা ও কর্মচারীদের দিনরাত চেষ্টায় এবং বন্যার পানি কিছুটা কমে যাওয়ায় প্রায় ৯৯ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ আবারও সচল করা হয়েছে। তবে কিছু জায়গায় কয়েকজন গ্রাহকের বাসার ভিতরে পানি না কমায় বিদ্যুৎ সংযোগ এখনো স্বাভাবিক করা সম্ভব হয়নি। এই অনাকাক্সিক্ষত পরিস্থিতির জন্য গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর