বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা

দেশের বর্তমান দুশমনদেরও ট্রাইব্যুনালে বিচার হবে : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

দেশের বর্তমান দুশমনদেরও ট্রাইব্যুনালে বিচার হবে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একাত্তরের দুশমনদের যেমন বিচার হয়েছে, দেশের বর্তমান দুশমনদেরও বিচার হবে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে, এটা চালু রাখতে হবে; এই ট্রাইব্যুনালেই ওদের বিচার হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। আসলাম চৌধুরী মুক্তি পরিষদের আহ্বায়ক শাহজাহান মিয়া সম্রাটের সভাপতিত্বে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, রাজপথের আন্দোলনে কোনো ভয় নেই। সরকারকে ভয় পাওয়ার কারণ কী? সরকারের আছেটা কী? একটা পুলিশ। পুলিশ কখনো জনগণের দাবির বিপক্ষে যায়নি। আমরা তো ঠিকমতো রাস্তায় নামতে পারছি না পুলিশকে দোষ দিয়ে লাভ কী? অকারণে আমরা ভয় পাচ্ছি। নেতা-কর্মীদের মুক্তির জন্য রাজপথে নামতে হবে।

সর্বশেষ খবর