মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা

জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ যাওয়া যাবে না : সিআইডি প্রধান

নিজস্ব প্রতিবেদক

জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বিদেশে যাওয়া যাবে না বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান। গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরের কনফারেন্স রুমে বিভিন্ন এনজিও এবং সিআইডি কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন। ‘মানব পাচারের বিরুদ্ধে লড়াই : জিও এবং এনজিওর ভূমিকা’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সিআইডি সদর দফতরের কর্মকর্তাসহ অনলাইনে সারা দেশের জেলা ও মেট্রো থেকে সিআইডির সহকারী পুলিশ সুপার, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১৫টি এনজিওর প্রতিনিধি যুক্ত ছিলেন।

সিআইডি প্রধান বলেন, বিদেশে পাসপোর্ট ছাড়া, কোনো পরিচয়পত্র ছাড়া মানুষদের মতো অসহায় আর কিছু হতে পারে না। এখন টাকার ঝুঁকি নয় জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাচ্ছে মানুষ। আর মানব পাচার চক্রের সদস্যরা ভুক্তভোগীদের বিভিন্নভাবে প্ররোচিত করে, বিভিন্ন পথে বিদেশ নিয়ে যায়। আপনাদের বুঝাতে হবে, জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ যাওয়া যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর