বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

সমালোচনাকারীদের নজরদারিতে রেখেছে সরকার : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার তাদের সমালোচনাকারীদের কড়া নজরদারির মধ্যে রেখেছে। এখন বাংলাদেশের মানুষের দেহ ও মন সার্বক্ষণিক নজরদারির মধ্যে। এসব ষড়যন্ত্র তত্ত্ব মূলত দমনমূলক তত্ত্ব। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, পদ্মা সেতু নিয়ে সরকার যত সমালোচনার মুখে পড়েছে সেটিকে আড়াল করতেই তারা ষড়যন্ত্র তত্ত্ব সাজিয়েছে। এ সেতুকেন্দ্রিক দুর্নীতি পাগলা ঘোড়ার মতো বেসামাল হয়ে পড়েছে। মানুষের সমালোচনাকে বাকরুদ্ধ করার জন্যই দমননীতি কার্যকর করা হচ্ছে। পদ্মা সেতুর দুর্নীতি, সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে বন্যা মোকাবিলায় ব্যর্থ হয়েছে সরকার। তিনি বলেন, প্রচন্ড মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্য হু হু করে বেড়েই চলেছে। এসব বিষয়ে সরকার বিরোধী দলের সমালোচনাকে দমন করতে দলবাজ কিছু শিক্ষক ও মিডিয়ায় নাশকতার অপপ্রচার চালাচ্ছে। এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে আমাদের উপস্থিতি নিয়ে নাটক শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে যে নাটক করা হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবুল খায়ের ভূঁইয়া, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু ও শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর