শিরোনাম
শনিবার, ২৫ জুন, ২০২২ ০০:০০ টা
সপ্তাহের বাজার দর

বেড়েছে সবজির দাম কমেছে সাদা মুরগির

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে কাঁচা সবজির সঙ্গে বেশি দামে কিনতে হচ্ছে পিঁয়াজ। পিঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। আলুর দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। গতকাল  রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা প্রতি কেজি পিঁয়াজ বিক্রি করছেন ৫০ থেকে ৫৫ টাকায়। এক সপ্তাহ আগে পিঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বন্যার অজুহাতে পিঁয়াজের দাম বাড়িয়েছেন আড়তদাররা। এ ছাড়া আলু বিক্রি করছেন ৩০ টাকা কেজি। দেখা গেছে, ব্যবসায়ীরা গত সপ্তাহের মতো সবচেয়ে বেশি দামে বিক্রি করছেন গাজর। ১ কেজি গাজর বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। গত সপ্তাহে ৪০ টাকা কেজি বিক্রি হওয়া শসা এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সাদা মুরগির কেজি বিক্রি হয়েছে ১৪৫ থেকে ১৫০ টাকা। এক সপ্তাহ আগে ছিল ১৫৫ থেকে ১৬০ টাকা।

সোনালি মুরগির কেজি গত সপ্তাহের মতো ২৫০ থেকে ২৮০ টাকা বিক্রি হচ্ছে। মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা। তেলাপিয়া, পাঙাশের কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা। শিং মাছের কেজি ৩০০ থেকে ৪৬০ টাকা। শোল মাছ ৪০০ থেকে ৬০০, কই ২০০ থেকে ২৩০ ও পাবদা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি।

সর্বশেষ খবর