শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চার আসামির রিমান্ড শুনানি ৩ জুলাই

নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছনা

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত ও অপমান করার ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও পূর্বের অপর তিনজনসহ চারজনকে নড়াইল সদর আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ৩ জুলাই শুনানির দিন ধার্য করেছে। এদিকে লাঞ্ছনার ঘটনায় গতকাল নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে পারেনি নড়াইল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তদন্ত কমিটি। এটি দাখিলে তদন্ত দল আগামী ২ জুলাই পর্যন্ত সময় চেয়েছে। এছাড়া পুলিশ প্রশাসনের তদন্ত কমিটিও নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে। তবে সেটি কবে নাগাদ দিতে পারবে- তা নির্দিষ্ট করে বলতে পারেননি সংশ্লিষ্টরা। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত দলও ঘটনা তদন্তে মাঠে নেমেছে।

এর আগে ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের ২২৮তম সিন্ডিকেট সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমানের নির্দেশক্রমে ঘটনাটি সরজমিনে তথ্যানুসন্ধান করার জন্য ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর