বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

বিএনপির সভায় যুবলীগের হামলা কারাগারে ১২ বিএনপি নেতা-কর্মী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সরকারবিরোধী নাশকতা পরিকল্পনার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ১২ নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগে ইউনিয়ন বিএনপির সভাপতির বাসায় এক সভায় হামলা চালিয়ে সাত নেতা-কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগের বিরুদ্ধে। আহত সাতজনসহ গ্রেফতারকৃত ১২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন গাজী, মন্টু খান, কাইয়ুম খান, এনায়েত হোসেন, জাফর খান, সাইফুল ইসলাম, মো. রেজাউল, সামিউল ব্যাপারী, আকাশ খন্দকার, মুন্না আহমেদ ও ইকতিয়ার তালুকদার। স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাত ৮টার দিকে শাহিন তার নিজ বাড়িতে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে এক সভা করেন। খবর পেয়ে যুবলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক মামুন প্যাদার নেতৃত্বে এক দল নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে ওই সভায় হামলা চালায়। তারা পিটিয়ে বিএনপির সাত নেতা-কর্মীকে আহত করে। পরে তারা ওই বাড়িতে তাদের অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপির ১২ জন নেতা-কর্মীকে লাঠিসোঁটাসহ আটক করে। গ্রেফতারের সময় আমিনুল ইসলাম শাহিন বলেন, তারা বিএনপি’র কোন সভা করেননি। তার বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্বজন ও শুভাকাংখিদের নিয়ে এক প্রস্তুতি আলোচনা করছিলেন। সভায় যুবলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মামুন প্যাদা বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হামলা হতে পারে।

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, বিএনপি নেতার বাসায় সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করার সময় ১২ বিএনপি নেতা-কর্মীকে লাঠিসোঁটাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক আবদুল হক বাদী হয়ে থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর