বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

এক দিন পরই বড় দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

আগের দিন সূচকের উত্থান হলেও এক দিন পরই ফের বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। পাশাপাশি সব কটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৪ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮ পয়েন্টে নেমে গেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৩৮টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। মূল্যসূচক কমার পাশাপাশি বাজারটিতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর ডিএসইতে  লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮৩৮ কোটি ৫ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কেডিএস এক্সেসরিজের  শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। ৫০ পয়সা কমে শেয়ার দর হয়েছে ১৭৭ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় স্থানে থাকা মতিন স্পিনিংয়ের ২৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৭০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৪ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দাম  বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২১৯টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর