রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সরকার ধাপে ধাপে দাম বাড়াতে পারত : এফবিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক

সরকার ধাপে ধাপে দাম বাড়াতে পারত : এফবিসিসিআই সভাপতি

ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন বলেছেন, জ্বালানি তেলের দাম হঠাৎ এক দফায় ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি করায় বড় ধাক্কা আসবে। বর্তমান পরিস্থিতিতে সরকার চাইলে ধাপে ধাপে এই দাম বাড়াতে পারত। তাতে করে সরাসরি প্রভাবটা পড়ত না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে গতকাল এফবিসিসিআই কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, জ্বালানি তেলের এতটা মূল্যবৃদ্ধির পরও কি বিদ্যুতের লোডশেডিং কমবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। এমন অবস্থায় সরকার নিশ্চয়ই কোন বিষয় বিবেচনা করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিষয়টি নিয়ে আমরা  জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। তখন আমরা বুঝতে পারব আসল বিষয়টা কী?

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর