শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ০০:০০ টা
বিশ্ব যুব দিবসে বিশেষজ্ঞদের অভিমত

যুবদের প্রশিক্ষণের মাধ্যমে এসডিজি ও জাতীয় লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জন সম্ভব

নিজস্ব প্রতিবেদক

যুবদের প্রশিক্ষণের মাধ্যমে এসডিজি ও জাতীয় লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জন সম্ভব

বিশ্ব যুব দিবস উপলক্ষে গতকাল এক সভায় বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করে বলেছেন- যুবদের প্রশিক্ষণের মাধ্যমে এসডিজি ও জাতীয় লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জন সম্ভব। রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বেসরকারি এনজিও লাইট হাউসের আয়োজনে ও ইউএসএআইডি সুখী জীবন প্রকল্প, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় মিডিয়া অ্যাডভোকেসি সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, দেশের প্রাণশক্তি হলো তরুণ সমাজ। এদের যথাযথ গাইডলাইনের মাধ্যমে গড়ে তুলতে হবে। লাইট হাউসের নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ফারুক আহমেদ তালুকদারসহ লাইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর