রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
ইন্টারপা সম্মেলন শুরু কাল

৪৪ দেশের প্রতিনিধি নিয়ে নির্ধারণ হবে কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

৪৪টি দেশের ১২৭ জন প্রতিনিধিকে নিয়ে আগামীকাল শুরু হচ্ছে বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিস (ইন্টারপা) সম্মেলন। তিন দিনব্যাপী ১১তম বার্ষিক এ সম্মেলন চলবে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। সম্মেলনে এবারের প্রতিপাদ্য ‘ডিজিটালাইজেশন অব পুলিশিং’। বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে ১৩টি পেপার উপস্থাপন করবেন। গতকাল বেলা ১১টায় রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান কলেজের রেক্টর (অতিরিক্ত আইজি) খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, ৫৯ দেশের ৭৬টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংগঠন ইন্টারপা এ সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর