রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

তিন বছর থাকা কর্মচারীদের বদলির নির্দেশ

ইউনিয়ন ভূমি অফিস

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন ভূমি অফিসে তিন বছরের বেশি থাকা কর্মচারীদের দ্রুত অন্যত্র বদলির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ১৯ সেপ্টেম্বর এ নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দেওয়া হয়েছে।

এর আগে একাদশ জাতীয় সংসদের ‘ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এক অফিসে কর্মকাল তিন বছর পূর্ণ কর্মচারীদের দ্রুত অন্যত্র বদলির সুপারিশ করা হয়। এতে সহকারী কমিশনারের (ভূমি) দফতরের অধীনস্থ কর্মচারীদের বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসে যাদের কর্মকাল তিন বছর পূর্ণ হয়েছে, তাদের দ্রুত অন্যত্র বদলির সুপারিশ করা হয়। বিষয়টি উল্লেখ করে ডিসিদের কাছে পাঠানো চিঠিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। ২০১৯ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকের সুপারিশ অনুযায়ী- একই ধরনের নির্দেশ দিয়েছিল ভূমি মন্ত্রণালয়। মূলত দুর্নীতি প্রবণতা রোধে কোনো কর্মচারীকে একই ভূমি অফিসে দীর্ঘদিন রাখা হয় না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর