রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কুমিল্লায় আনসার আল ইসলামের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে উগ্রবাদ প্রচারের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. সৈকত হোসেন। শুক্রবার রাতে কুমিল্লা সদর থানার আড়াইওরা তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি মেমোরি কার্ড ও ৫টি বাঁধাই করা বই জব্দ করা হয়। গতকাল এক বিজ্ঞপ্তিতে এটিইউর এসপি (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেফতার সৈকত ও তার সহযোগীরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের জন্য সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল। পাশাপাশি উগ্রবাদী বিভিন্ন বই অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছে। এ ছাড়া সৈকত সংগঠনে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা ও জঙ্গিবাদে অন্যদের উদ্বুদ্ধ করতে তামীম আল আদনানী, আবু ত্বহা মোহাম্মদ আদনান ও জসীম উদ্দিন রাহমানির বক্তব্যের অডিও এবং ভিডিও ফেসবুকে প্রচার করে আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর